শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

রংপুরে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

জয়নাল আবেদীন: যে পুলিশ সারা বছর অপরাধীকে হাতকড়া পরিয়ে থানা হাজত কিম্বা কোর্ট হাজতে নিয়ে যেতেন সেই পুলিশের হাতেই আজ হাতকড়া ।পুলিশের মাদক ব্যবসার এই ঘটনা নিয়ে হাস্য রসের জন্ম দিয়েছে রংপুরে । রংপুর নগরির ঠিকাদারপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার একশ আটানব্বই পিচ ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক এএসআই মনিরুজ্জামান কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় রয়েছেন।সোমবার দুপুরে নগরির স্টেশন রোড ঠিকাদারপাড়ার একটি ছয়তলা ভবনে ভাড়ায় থাকা বাসা থেকে তাকে আটক করা হয়। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব এর তত্ত্বাবধানে অভিযান পরিচালিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।অভিযানের সময় তিন হাজার একশ আটানব্বই পিচ ইয়াবা, নগদ ৭ হাজার ৮শ টাকা, ৯শ টাকা মূল্যের প্রাইজবন্ড, এক বোতল ফেন্সিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহসহ পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়।এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্ণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এএসআই মনিরুজ্জামানকে আটক করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই (সাব ইনস্পেকটর) তাহিদুল ইসলাম জানান, এর আগে মাদক সেবন ও কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে এএসআই মনিরুজ্জামান সাময়িকভাবে বরখাস্ত হয়েছে । বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন। সে পরিবার নিয়ে রংপুর নগরীর ঠিকাদারপাড়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন। সেখান থেকে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments