বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলামশার উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী

মশার উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী

স্বপন কুমার কুন্ডু: মশার কামড়ে যেন রেহাই নেই কারো। ঈশ্বরদীতে মশার উপদ্রব এখন চরমে। দিনে-রাতে সমানতালে অপ্রতিরোধ্য মশা কামড়িয়ে যাচ্ছে। শীতের শুরুতে মশার উপদ্রব না কমে ভীষণভাবে বেড়ে গেছে। বিগত বছর গুলোতে এসময় মশার উপদ্রব এতটা ভয়াবহ ছিল না। গ্রামাঞ্চলের মানুষ যাদের গরু, ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে-মশার আক্রমনে তারা দিশেহারা। পৌর এলাকারও একই চিত্র। দেশীয় প্রচলিত ব্যবস্থায় ধোঁয়া বা মশার কয়েল জ্বালিয়ে কোনভাবেই মশা প্রতিরোধ হচ্ছে না। অসময়ে বাজারে মশারি বিক্রিও বেড়েছে। করোনা পরিস্থিেিত আমদানি নেই, এই অজুহাতে মশার কয়েলের দাম প্যাকেটে ২০- ২৫ টাকা বেড়েছে। পৌর এলাকায় বর্ষা শুরুর প্রাক্কালে পৌরসভার পক্ষ হতে মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছিল। মশক নিধন স্প্রের মেয়াদ শেষ হয়েছে। নতুন করে আর স্প্রে করা হয়নি। বর্ষ মৌসুমে মশার তেমন উপদ্রব ছিলো না। ইউনিয়ন গুলোতে স্প্রে ছিটানো না হলেও ডোবা, নালা, ড্রেণ পরিস্কার করা হয়। এখন আবার আগের অবস্থা। মশার উপদ্রবে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অসময়ে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে চিকিৎসকরা আশংকা করছেন। ঈশ^রদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জানান, ডেঙ্গুর বিষয়টি মাথায় রেখে বর্ষা মৌসুমের আগে মশা নিধনের স্প্রে করা হয়েছিল। এতোদিন মশার উপদ্রব ছিলো না। সাধারণত: শীত মৌসুমে আগে কখনো মশার উপদ্রব দেখা যায়নি। এবারেই পরিস্থিতি ভিন্ন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments