শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর টহলে সন্ত্রাসী হামলা, পাল্টা গুলিতে নিহত ১

রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর টহলে সন্ত্রাসী হামলা, পাল্টা গুলিতে নিহত ১

বাংলাদেশ প্রতিবেদক: রাঙামাটিতে টহলরত নিরাপত্তা বাহিনী ওপর হামলার ঘটনায় পাল্টা গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে রাঙামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, কাপ্তাই জীবতলি সেনা ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়নের সদস্যরা টহলে থাকাকালীন তাদের ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীও নিজেদের আত্মরক্ষায় গুলি চালালে মিল্টন চাকমা (৪৮) নামের এক সন্ত্রাসী নিহত হন। তার অন্য সহযোগীরা এ সময় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

নিহত মিল্টন চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments