শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে সরিষা ক্ষেতে ২ শতাধিক মৌবক্সে ১৫ মন মধু!

কেশবপুরে সরিষা ক্ষেতে ২ শতাধিক মৌবক্সে ১৫ মন মধু!

জি.এম.মিন্টু: যশোরের কেশবপুর উপজেলার শাহাপুরে বিস্তৃর্ণ মাঠে সরিষার আবাদের পাশাপাশি মাঠের পাশে ২ শতাধিক মৌবক্স স্থাপণ করে ২/৩ মাসে কৃষকরা ১২ থেকে ১৫ মন মধু উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমন ও বোরো আবাদের মাঝামাঝি সময়ে জমি পতিত না রেখে ওই এলাকার কৃষকরা সরিষার আবাদ করেছেন। মৌমাছির পরাগায়নে গত বছর সরিষার বাম্পার ফলন পাওয়ায় কৃষকরা এবারও ব্যাপকহারে এ আবাদে ঝুকছেন। এ উপলক্ষে শাহাপুর মাঠে গত বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সরিষা চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপরিচালক সৌমিত্র সরকার, যশোরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষা চাষী শ্যাম সুন্দর মল্লিক, আব্দুল মালেক প্রমুখ। এরআগে জেলা প্রশাসক অন্যান্য অতিথিদের নিয়ে চাষী আব্দুল মালেকের জমিতে বসানো মধুবক্স পরিদর্শন করেন। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা জানান, গত বছর কেশবপুরে ৪৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। মৌমাছির পরাগায়নে সরিষার ফলন বেশী পেয়ে এবার ৬৮৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ওই বিলে কৃষকরা পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৌচাষী আব্দুস সালামের সাথে যোগাযোগ করে ক্ষেতের পাশেই ২১৬টি মৌ বক্স বসিয়েছেন। যা থেকে ২/৩ মাসে কৃষকরা ১২ থেকে ১৫ মন মধু উৎপাদন করতে পারবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments