বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে নারীক আটক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে নারীক আটক

জয়নাল আবেদীন: “দশদিন চোরের একদিন গৃহস্থের”। সনাতন এই বাক্যের বাস্ত চিত্র মিলেছে বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে শিরিন বেগম নামে এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।মেডিকেল পূর্ব গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক সরকারি ওষুধ।আটক শিরিন নগরীর ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দ মহল্লার আবু বক্করের স্ত্রী।রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বিভিন্ন ধরনের ওষুধ বাজারে বিক্রি করে আসছে একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওষুধ চুরি চক্রের সদস্য শিরিন বেগমকে হাতেনাতে আটক করে।এ সময় তার কাছ থেকে ইনজেকশন, সিরিজ, ক্যাথেটার এবং ইউরিন ব্যাগসহ বিপুল পরিমাণ মূল্যবান ওষুধ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য সরকারি বরাদ্দকৃর্ত এসব ওষুধ চুরি করে অন্যত্র বিক্রি করে আসছে চক্রটি।সরকারি সম্পদ রক্ষায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments