বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeসারাবাংলাকলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ ৬জন জখম

কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ ৬জন জখম

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে এক সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৬জন আহত হয়েছে। এদের মধ্যে ৪জনকে আশংকাজনক ভাবে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার বিকালে উভয় পক্ষের মধ্যে দুটি অভিযোগ থানায় জমা হয়েছে। জানা গেছে-উপজেলার উত্তর দিগং গ্রামের মৃত কামালউদ্দিনের জমি নিয়ে দুই ছেলে আঃ রশিদ (৬৭) ও ছাত্তার মোল্লা (৫০) এর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ওই বিরোধ পূর্ণ জমিতে ছাত্তার মোল্লা ও তার স্ত্রী ফিরোজা খাতুন পাকা প্রাচীর নির্মানের চেষ্টা করে। এসময় আ: রশিদ (৬৭) তার ছেলে সোহাগ (৩০) বাধা দিলে প্রতিপক্ষ ছাত্তার মোল্লাহ ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি দিয়ে পিটিয়ে তাদের জখম করে। এসময় তাদের ডাক চিৎকার শুনে ছেলে সৌরভ (২৬) ও আ: রশিদ এর স্ত্রী রিজিয়া খাতুন এগিয়ে আসলে তাদেরও ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক ভাবে কলারোয়া থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments