শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাশপথ নিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নায়েব বিশ্বাস

শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নায়েব বিশ্বাস

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার। এসময় আরো দুইটি উপজেলা পরিষদের দুইজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক জিয়াউল হক ও উপ-পরিচালক চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈশ্বরদীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন, জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, শফিউল আলম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মোল্লা, পৌর আওয়ামী লীগের হাদিুর রহমান হামিদ,সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, শিক্ষক সমিতির সভাপতি জোমসেদ আলী সরকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের ছেলে সাজেদুর রহমান ডলার, প্রকৌশলী শরীফ বিশ্বাস, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মোশাররফ হোসেন নয়ন, আজমল হক বাবু, সোহেল বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সোহাগ বিশ্বাস, আনোয়ার হোসেন সনেট প্রমূখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর উপনির্বাচনে আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা নায়েব বিশ্বাস ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments