বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

সাঁথিয়ায় এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় এলজিইডির আরসিসি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, পাবনার সাঁথিয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জি ও বি মেইনটেনেন্স প্রকল্পের আওতায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে আজাহার-আফসার আলী সড়কের সাঁথিয়া পৌরসভার তিন মাথা মোড় থেকে পোস্ট অফিস হয়ে ডাঃ আবুল হোসেনের বাড়ির মোড় পর্যন্ত প্রায় ২৫০মিটার আরসিসি সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পান আহম্মেদ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক নির্মাণ কাজে অনিয়ম করে আসছে। প্রথমত: সড়কে নি¤œ মানের রড ব্যবহার করাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বিতর্ক হয় সংশ্লিষ্ট ঠিকাদারের। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করলে নি¤œমানের রড সরিয়ে নেয়া হয়। অপরদিকে সরজমিনে দেখা যায় ঢালাই মিক্সিংয়ে ব্যাপক অনিয়ম। এক দিকে মরা পাথর তা আবার ১বস্তা সিমেন্টে ৫কারাই পাথরের পরিবর্তে ৭কারাই পাথর ও ২কারাই বালির পরিবর্তে ৩টুপড়ি বালি দিয়ে ঢালাই মিক্সিং করা হয়েছে। কারাইয়ের পরিবর্তে টুপড়ি ব্যবহারের কারণ হিসাবে জানা গেছে টুপড়িতে বেশী পরিমাণ বালি দেয়া যায়। মরা পাথর ও ময়লা আবর্জনা মিশ্রিত নি¤œমানের বালির ব্যবহার হওয়ায় কাজের মান নি¤œ হয়েছে। অপরদিকে ৮ইঞ্চি ঢালাইয়ের ক্ষেত্রে ৭ইঞ্চি ঢালাই করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তাকে জানালে তারা কোন কর্ণপাত না করে ঢালাইয়ের কাজ শেষ করেন। গোপন ক্যামেরা দিয়ে ঢালাই মিক্সিং এর ভিডিও করা হয়। তাতে সব কিছু ফুটে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশল অফিসের এক কর্মচারী মিডিয়াকে জানান, তদন্ত আসলে আজহার-আফসার আলী সড়কের প্রথম অংশের ১২ মিটারের মধ্যে থেকে স্যাম্পল নিয়ে ল্যাবে

পাঠানো হবে। কারণ এই ১২মিটার কাজ সিডিউল অনুযায়ী করা হয়েছে। বাঁকী পুরো কাজই নয়ছয় করা হয়েছে । সাংবাদিকদের ভিডিও করার বিষয়টি টের পেয়ে মাধপুরÑসাঁথিয়া সড়কের সাথে লাগানো প্রথম অংশের মাত্র ১২ মিটার কাজ সিডিউল মোতাবেক করেন। কাজের অনিয়ম প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা ও নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, পুরো কাজেই অনিয়ম হয়েছে। সড়ক নির্মাণ কাজে এক বস্তা সিমেন্টের সাথে ৭ থেকে ৯ কারাই পাথর ও ৩/৪টুপড়ি বালি দিয়ে ঢালাই মিক্সিং করা হয়েছে। তারা আরও বলেন সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি তাদের উপর রেগে উঠেন এবং অশালীন কথাবার্তা বলেন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ বলেন, কাজের মান খুব ভাল হয়েছে। কোন প্রকার অনিয়ম করা হয়নি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments