শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাযমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সিরাজকান্দি নূহ মেম্বারের বালু ঘাটে অভিযান চালিয়ে ৪জন কে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রামমাণ আদালত পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করা হয়। এরা হলেন উপজেলার পলশিয়া গ্রামের নববেছ মন্ডলের ছেলে মো. জাহিদুল মন্ডল, ফজলুল হকের ছেলে শেখ মিজান,আব্দুল আলীমের ছেলে মমিন মন্ডল, পাটিতাপাড়ার আখতার হোসেনের ছেলে আল মামুন। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান জানান, যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments