শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়াায় মেয়াদোত্তীর্ণ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি বাতিলের দাবীতে শিক্ষকদের বিক্ষোভ

সাঁথিয়াায় মেয়াদোত্তীর্ণ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি বাতিলের দাবীতে শিক্ষকদের বিক্ষোভ

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় প্রায় ১ যুগ ধরে মেয়াদোত্তীর্ণ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি বাতিল ও নতুন নির্বাচন দিয়ে সেই কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে মাদরাসা মার্কেটের দোতলায় এক সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের কার্যালয়ে গিয়ে তাদের দাবীগুলো উপস্থাপন করেন । সমাবেশে শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আরশেদ আলী পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল বাতেন, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, আবদুল হাই, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আবুল হাশেম, মিসেস কণা, জাকির হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছরের অধিক সময় পূর্বে নির্বাচিত হলেও সাধারণ শিক্ষকদের নিয়ে কোন রকম সাধারণ সভা করেননি। দীর্ঘ ১১ বছরে ভবনের ভাড়ার প্রাপ্ত অর্থ কোথায়, কিভাবে ব্যয় হয় বা গচ্ছিত আছে কিনা তা কেউ জানেন না। শিক্ষকরা অতি সত্ত্বর নির্বাচন দিয়ে নতুন কমিটির নিকট সব কিছু হস্তান্তর করার জোর দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments