শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জয়নাল আবেদীন: রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। দুপুরে নগরীর টার্মিনাল এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। রংপুর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখলদারদের সরে যেতে নোটিশ দেয়ার পরও তারা সরে না যাওয়ায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। তারপরও কারও নূনতম বৈধতা থাকলে তাদের পুর্ণবাসন করার প্রতিশ্রুতি দিয়েছি।২৮ কোটি টাকার চলমান একটি উন্নয়ন প্রকল্পের কাজ অবৈধ দখলদারদের কারণে বাঁধাগ্রস্থ হচ্ছিলো বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments