শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিমল কুন্ডু: নোয়াখালির কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শনিবার শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিন সকাল ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটন, মুমীদুজ্জামান জাহান, আল-আমিন হোসেন, সাগর বসাক, রাসেল সরকার, জহুরুল ইসলাম, এম এ হান্নান, মির্জা হুমায়ুন, মাহফুজুর রহমান মিলন প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ৮ দিন পরও খুনিরা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উল্লখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে নিহত সাংবাদিকের বাবা নোয়াব আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments