শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে একই সঙ্গে আপন দু‘বোনের আত্মহত্যার ত্রিভুজ প্রেমের রহস্য উন্মোচন

রংপুরে একই সঙ্গে আপন দু‘বোনের আত্মহত্যার ত্রিভুজ প্রেমের রহস্য উন্মোচন

জয়নাল আবেদীন: রংপুরের শেখপাড়ায় একই সঙ্গে আপন দুই খালাতো বোনের আত্মহত্যার ত্রিভুজ প্রেমের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মূল আসামী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার রাতে পিআইবি থেকে জানানো হয়। রংপুর মেট্টোপলিটন তাজহাট থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলা নং-৪৪, তারিখ ১৮/০২/১৮ অনুযায়ী দুই খালাতো বোনের একই সঙ্গে বিষপানে আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করে পিবিআই। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি রংপুর কোতয়ালী থানার শেখপাড়া গ্রামের আপন দুই খালাতো বোন আলমগীর হোসেনের মেয়ে সাদিয়া আক্তার অন্নি (১৫) ও মনজুর হোসেনের মেয়ে লুৎফন নাহার লাতুল (১৪) বিষপানে আত্মহত্যা করে। তখন এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি করে এবং চাঞ্চল্যকর ঘটনা হিসাবে আজকের বাংলাদেশ ডট কম ডট বিডি সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়।তৎকালীন রংপুর কোতয়ালী থানায় এ বিষয়ে মামলা করা হলেও তার কোন অগ্রগতি না হওয়ায় মামলার তদন্তভার পিবিআই গ্রহণ করে। পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক যতীন্দ্রনাথ শর্মা প্রায় ১ বছরের বেশি তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আত্মহত্যা প্ররোচনা দানের মূল আসামী একই গ্রামের আনছার আলীর পুত্র মেরাজুল ইসলাম কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে মেরাজুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ।স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায় মেরাজুল এক সঙ্গে দুই খালাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক করে দুই বোনের সাথেই প্রতারনামূলকভাবে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি উভয় বোন জানতে পাড়ায় মানষিকভাবে ভেঙ্গে পড়ে। পরে তারা একই সময় তাদের নানার বাড়ীতে সকলের অগোচরে বিষপানে আত্মহননের পথ বেছে নেয়।রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগ হতে ভিকটিমদ্বয়ের আত্মহত্যার পূর্বে ধর্ষিতা হওয়ার বিষয়ে মতামত পাওয়া গেছে এবং মামলাটির তদন্ত অব্যহত আছে বলেও জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments