শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে লোকজ মেলার উদ্বোধন

সোনারগাঁওয়ে লোকজ মেলার উদ্বোধন

গিয়াস কামাল: দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যে পুনরুদ্ধার ও হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মকে পরিচয় করে দিতে সোমবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এবারের মেলা করোনা পরিস্থিতির কারনে ১৪ জানুয়ারীর পরিবর্তে ১লা মার্চ শুরু হলো মেলা, চলবে ৩০শে মার্চ পর্যন্ত । সোমবার বিকেলে ফাউন্ডেশনের ভিতরে সোনারতরী মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল প্রমূখ। ফাউন্ডেশন সূূত্রে জানা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কারুশিল্পী মেলায় প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এর মধ্যে নওগাঁ মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, রংপুরের শত রঞ্জি, ও বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারু পণ্য, কাগজের হস্ত শিল্পসহ মোট ৭৫টি স্টল থাকছে। এছাড়াও লোকজ উৎসবে ভাওয়াইয়া, ভাটিয়ালী গান, বাউলগান, পালাগান, কবিগান, জারি-সারি ও হাছন রাজার গান,লালন সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments