শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাগোপালপুরে স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে ৬ দিন ধরে পড়ে আছে ৭০ বছর বয়স্ক অসুস্থ...

গোপালপুরে স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে ৬ দিন ধরে পড়ে আছে ৭০ বছর বয়স্ক অসুস্থ বৃদ্ধ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে ৬ দিন ধরে ব্রীজের উপর অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা গেছে ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধকে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তি হয়ত চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু ভর্তি হতে না পেরে হাসপাতালে প্রবেশ দ্বারে দ্বিতীয় ব্রিজের ওপর শুয়ে রয়েছেন। জানা গেছে,বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি শরীরে একটা চাদর জড়িয়ে হাসপাতালের ব্রিজের ওপর শুয়ে আছেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারছেন না। এ সময় মশা মাছি তার শরীর কামরাচ্ছে। বৃদ্ধের এমন অবস্থা দেখে স্থানীয় সাংবাদিক কেএম মিঠু একটি ছবি তুলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ‘আমরা গোপালপুরবাসী’ নামে ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।। গোপালপুর হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানদার ও ওষুধ ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে হাসপাতালের ব্রিজের ওপর বৃদ্ধটি মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। কোথা থেকে এসেছে তা জানা যায়নি। স্থানীয় সাংবাদিক কেএম মিঠু বলেন, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল এলাকায় গেলে সেখানকার এক চা দোকানদার অসহায় এই বৃদ্ধের কথা জানান। পরে হাসপাতালের সামনের ব্রিজের ওপর গিয়ে দেখি যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই বৃদ্ধ। মশা মাছি তাকে কামরাচ্ছে। তিনি একটি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। তবে তিনি কোনো কথা বলতে পারছেন না। অনেক চেষ্টা করেছি তার নাম ও পরিচয় জানতে। মনে হয় তিনি একজন প্রতিবন্ধী। চিকিৎসার জন্যই হয়ত হাসপাতালের সামনে এসেছে। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি বলেন, বিষয়টি আমার নজরে পড়েনি। ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিল কিনা সেটার তথ্য সঠিক না। বৃদ্ধটি মূল গেটের পাশের আরেকটি গেটের ব্রিজের ওপর শুয়ে আছে এমন একটি ছবি ফেসবুকে দেখেছি। মূলতওই গেটটি সব সময় বন্ধ থাকে। তারপরও বিষয়টি দেখব। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.পারভেজ মল্লিক বলেন, বিষয়টি জানার পর হাসপাতালের ইউএইচএফপিওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments