শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ২টি পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ

রংপুরে ২টি পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে নির্বাচিত দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথমে রংপুরের হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক ও নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহানের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনা আব্দুল ওহায়াব ভুইঞা। পরে এই দুই পৌরসভার কাউন্সিলরদের শপথ করান বিভাগীয় কমিশনার। এসময় বিভাগীয় কমিশনার বলেন, এখন থেকে আপনাদের উপর দায়িত্ব বেড়ে গেল, আপনারা এখন নিজ নিজনির্বাচনী এলাকার সকলের প্রতিনিধি। শপথ একটি পবিত্র আমানত। এটি ভঙ্গ করা যাবেনা। আপনাদের কাঁধে জনগণের আশা প্রত্যাশা, পৌরসভার উন্নয়ন। আপনারা সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করার মধ্যদিয়ে আপনাদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন সেই কামনা করছি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক বলেন, এখন থেকে আমাদের পরিচয় পাল্টে গেল, এখন আমি হারাগাছ পৌরসভার সেবক, সেবারজন্য যে দায়িত্ব পেয়েছি তা বঙ্গবন্ধুর আদর্শ ধারন কওে সঠিক ভাবে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মাসুদ রানা। ২৮ ফেব্রæয়ারি নির্বাচনে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রথম মেয়র নির্বাচিতহন আওয়ামীলীগের রাফিকা আক্তার জাহান বেবী এবং হারাগাছ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক ১৭ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিতহন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments