মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে নির্বাচিত হওয়ার ৫ বছর পর ইউপি সদস্যের শপথ গ্রহণ

রাজাপুরে নির্বাচিত হওয়ার ৫ বছর পর ইউপি সদস্যের শপথ গ্রহণ

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪ নং গালুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য মোঃ জালাল তালুকদার ৫ বছর পরে শপথ গ্রহণ করেছেন। সেই সাথে অপসারিত হয়েছেন ২০১৬ সালের ২০ এপ্রিল নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যার ৫০০১ পৃষ্ঠায় প্রকাশিত পুটিয়াখালী গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে ইউপি সদস্য মোঃ মাসুদ হাসান তালুকদার ওরফে দুলাল মেম্বর। তথ্য মতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত ইউপি নির্বাচন (২০১৬) অনুষ্ঠিত ৪৮ নং দক্ষিন পশ্চিম পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার রাজাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বাংলা প্রভাষক অনিল কৃষ্ণ সানাল কতৃক ফলাফল জালিয়াতির অভিযোগে করা মামলা ১২/২০১৬ এর ৩০ সেপ্টেম্বর ২০১৯ প্রকাশিত বাদী মোঃ জালাল তালুকদারের পক্ষে আদালতের রায়ের বিরুদ্ধে করা ইউপি সদস্য মোঃ মাসুদ হাসান তালুকদার (দুলাল) এর আপিল মামলা ০২/২০১৯ এর রায়ে ১৫ ফেব্রুয়ারী ২০২১ সালে নিম্ন আদালতে প্রদত্ত আদেশ বহাল ও বলবৎ রেখে আবেদনকারী ৪ নং গালুয়া ইউনিয়ন পরিষদ এর ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ জালাল তালুকদার কে নির্বাচিত ঘোষনা করে এবং সেই সাথে নির্বাচন কমিশন ২০১৬ সালের ২০ এপ্রিল প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যার পাচ হাজার এক নং পৃষ্ঠায় প্রকাশিত ইউপি সদস্য মোঃ মাসুদ হাসান তালুকদার পিতা আব্দুল জলিল তালুকদার, গ্রামঃ পুটিয়াখালী কে অপসারণ পূর্বক নির্বাচন কমিশন কর্তৃক সংশোধিত গেজেট প্রকাশ করে। এরই আলোকে অদ্য ০৬.০৪.২০২১ তারিখে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান এর উপস্থিতিতে শপথ গ্রহন করেন নির্বাচিত ইউপি সদস্য মোঃ জালাল তালুকদার। এ বিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশন ২৯ মার্চ ২০২১ প্রকাশিত গেজেটের গেজেটের ভিত্তিতে মঙ্গলবার মোঃ মাসুদ হাসান কে অব্যাহতি দিয়ে ইউপি সদস্য মোঃ জালাল তালুকদারকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউপি সদস্য মোঃ জালাল তালুকদার দায়িত্ব গ্রহনের পরে সাংবাদিকদের জানান তিনি ক্ষতিপুরন ও নির্বাচনি দ্বায়িত্বে থাকা দুর্নীতিগ্রস্থ প্রিজাইডিং অফিসার সহ সংশিলিষ্ট সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments