শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঅবশেষে পাঁচবিবিতে বালুদস্যু খোকনের রাজত্ব বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

অবশেষে পাঁচবিবিতে বালুদস্যু খোকনের রাজত্ব বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রদীপ অধিকারী: অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনে সরকারি বিধিনিষেধ থাকলেও তা মানতে নারাজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পার্বতীপুর (গদাইপুর) গ্রামের মো. খোকন মিঞা ওরেফে বালু খোকন। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিবারাত্রী সমান তালে উপজেলার ছোট যমুনা নদীর বাগুয়ান, সমসাবাদ ও পার্বতীপুর (গদাইপুর) বালুরঘাট থেকে অবৈধভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন ও নদীর পাড় কাটছে নিয়মিত। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে একাধিক বার জরিমানা করেন উপজেলা প্রশাসন। বার বার জরিমানা দিয়েও যেন বন্ধ হয়না খোকনের এই অবৈধ বালু মহলের রাজত্ব। নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি ও রাস্তা হুমকির মুখে ও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা গত ৩১ শে মার্চ সড়েজমিনে খোকনের বালুর রাজত্বের ফুটেজ সংগ্রহ করে খোকনের স্বাক্ষাতকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাতকার নিয়ে গত ১লা এপ্রিল ২০২১ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইম্ধসঢ়;স পত্রিকা ও জি বাংলা টিভি অনলাইন পোর্টাল সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনে “পাঁচবিবিতে বালুদস্যুর তান্ডবে ফসলী জমি নদীগর্ভে বিলীন” শীর্ষক সংবাদ প্রকাশ হওয়ার পরও টনক নড়েনি বালুদস্যু খোকনের । প্রকাশ্যের বদলে রাতের অন্ধকারে বালু উত্তোলন চালিয়ে যেত। এরই প্রেক্ষিতে ১০ ই এপ্রিল খোকনের বালুদস্যুতার বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) মো.শরীফুল ইসলামকে সাংবাদিকরা অবগত করলে তিনি জানান “অবৈধ বালুর ঘাটের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।” জেলা প্রশাসক বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেনকে জানালে, তিনি ১০ ই এপ্রিল শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে সঙ্গীয় ফোর্স নিয়ে খোকনের অবৈধ বালুর ঘাটের অবৈধভাবে বালু উত্তোলনের সকল সরঞ্জামাদিক জব্দ করেন। এবং জব্দকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়। এলাকাবাসী জানায় খোকনের বালু উত্তোলনের যাবাতীয় সরঞ্জামাদি জব্দ করার পর বালু উত্তোলনের রাজত্বের অবসান ঘটলো। এলাকাবাসীর দাবী “বালু দস্যু খোকন আর কখনও যেনো নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে কৃষকের সর্বনাশ ডেকে না আনে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সদয় দৃষ্টির আহবান জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments