শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেপ্তার ৯

বাউফলে নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেপ্তার ৯

অতুল পাল: পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে প্রতিদ্ব›দ্বী দুই পক্ষের সংঘর্ষের জেরে প্রকাশ্যে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় পিটানোর অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ অন্যান্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাউফল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফলের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তেঁতুলিয়া নদী বেস্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে করোনা প্রাদুর্ভাবের কারণে ইউপি নির্বাচন স্থগিত থাকলেও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. কামাল হোসেন সিকদার (৩৮) ও বর্তমান মেম্বার মো. বাবুল হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা অব্যহত রয়েছে। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চর মিয়াজান ইবতেদায়ী মাদ্রাসার দক্ষিণ পাশে বেলা সারে ১০টার দিকে বাবুলের সমর্থক মো. নাসির খানের সাথে কামাল সমর্থক মো. কালু হাওলাদারের (৪০) কথা-কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং সাতটি গরু লুটেরও ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের চার নারীসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। ঘটনার সময় আকলিমা নামের এক নারী তার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকে উঠানে ফেলে বাঁশ ও লোহার রড দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে গুরতর জখম করে প্রতিপক্ষরা। এসময় আকলিমার গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভাড়ি হয়ে উঠলেও ভয়ে কেউ কাছে আসেনি। আকলিমাকে পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের মধ্যে তোলপার শুরু হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি প্রতিকুলের কারণে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে এঘটনায় বাউফল থানায় মামলা হলে পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাকিল ডাক্তার(৪০), শাহ আলম গাজী(৫০), মো. জাফর হাওলাদার(৪০), মো. হৃদয় বিশ্বাস(১৯), মো. সজিব হাওলাদার(১৯), মো. মনির মৃধা(৩৫), মো.পারভেজ মীর(৩৫), মো. ইউসুফ মৃধা(৩০) এবং মো. আজিজুল হক(৪৫)। এদিকে আহতদের মধ্যে আকলিমা বেগম (২০), মো. কালু হাওলাদার (৪০) ও মো. জিয়াউর রহমানকে (৩০) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments