বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারাজারহাটে কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

রাজারহাটে কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

এ.এস.লিমন: কুড়িগ্রামের রাজারহাটে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে উপজেলার সর্বত্রে রোপা- আমন ধান ক্ষেত, ভূট্রা, পাট ক্ষেত, আম-লিচু ও গাছপালা ভেঙ্গে উপড়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদর ছাড়া অন্যত্রে বিদ্যুত সংযোগ দেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, কালবৈশাখী ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। তবে এ পর্যন্ত উপজেলার কোথাও থেকে বড় ধরনের কোন দূর্ঘটনার সংবাদ পায়নি। ঝড়ে ফসলের ক্ষয়-ক্ষতির বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার শম্পা আকতারের সঙ্গে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments