বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলামাস্ক না পরায় লক্ষ্মীপুরে ২৪ ব্যাক্তির অর্থদণ্ড

মাস্ক না পরায় লক্ষ্মীপুরে ২৪ ব্যাক্তির অর্থদণ্ড

তাবারক হোসেন আজাদ: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লক্ষ্মীপুরে লকডাউনের চতুর্থ দিনেও মানুষকে সচেতন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তারপরও মানুষ বিনা প্রয়োজনে আড্ডা দিচ্ছেন ও ঘুরাঘুরি করছেন।

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন,জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসাইন ও আল-আমিন।

এ সময় অপ্রয়োজনে ঘোরাঘুরি ও মাক্স ব্যাবহার না করায় ভাম্যমান আদালত পরিচালনা করে ২৪ ব্যক্তি’র কাছ থেকে ৪’হাজার ৫’শত টাকা অর্থদণ্ডের টাকা আদায় করেন । এ টাকা সরকারি কোষাঘারে জমা দেয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন সাংবাদিকদের বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments