শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে এতিম-সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ

রংপুরে এতিম-সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ

জয়নাল আবেদীন:” ‘করোনাকালীন এবার ইদে বাইরে যাওয়া বন্ধ, ঘরে থাকি-ঘরেই হোক ইদ আনন্দ’ এই শ্লোগানে ফিরে দেখা’র উদ্যোগে বিভাগীয় নগরি রংপুরে দেড়শতাধিক এতিম-সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। রংপুর টাউনহল মাঠে শহিদ মিনার চত্বরে বুধবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য-সংস্কৃতি-সামাজি কসংগঠন ফিরে দেখা’র উদ্যোগে শিশুদের ইদের পোশাক, মাস্কবিতরণকরা হয়। এ সময়উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, আবৃত্তি প্রশিক্ষক ও লেখক প্রফেসর মোহাম্মদ শাহআলম, ভাস্কর ও গল্পকার অনীক রেজা, সভাপতি এমাদউদ্দিন আহমেদ, সহসভাপতি কবি এ এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাকিল মাসুদ, সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, অর্থ সম্পাদক মাহবুবা লাভীন, দপ্তর সম্পাদক হামিদা শারমিন, যোগাযোগ সম্পাদকশফিকুলইসলাম আবির প্রমুখ। ফিরে দেখা’র উদ্যোগে দেড়শতাধিক এতিম-সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক পেয়ে তাদের চোখে মুখে আনন্দে উদ্বেলিত হবার ঝিলিক ফুটে ওঠে।ফিরেদেখা’র সুবিধাভোগী শিশু পূর্ব শালবন শান্তি নগরের বাসিন্দা বৃষ্টি, হুমায়রা, ইব্রাহীম প্রমুখ জানায়, গত কয়েকবছর থেকে প্রতি ইদে তারা ফিরে দেখা’র কাছ থেকে ইদের নতুন পোশাক পায়। এবারেও পেয়েছে। এ জন্য তারা আনন্দিত। সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল মাসুদ জানান, ফিরে দেখা গত আট বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এতিম-সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের কর্ম পরিধি আরো ব্যাপকহবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments