মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাভয়াল ১৩মে ২৫ বছরেও ভুলতে পারেনি টাঙ্গাইলবাসী

ভয়াল ১৩মে ২৫ বছরেও ভুলতে পারেনি টাঙ্গাইলবাসী

আবুল কালাম আজাদ: বৃহস্পতিবার ১৩ মে ভয়াল টর্নেডো দিবস।দেখতে দেখতে পা দিল ২৫ বছরে। ১৯৯৬ সালের এই দিনে টাঙ্গাইলের কালিহাতী,বাসাইল ,মির্জাপুর,সখিপুর ও ঘাটাইল , গোপালপুর উপজেলার উপর দিয়ে পাচ মিনিটি কয়েক সেকেন্ডে তচনছ কওে দেয় স্বাভাবিক জীবনযাত্রাকে।এতে র্মুহুতেই টর্নেডো নামক এ দানব কেড়ে নেয় ৫২৩জন নারী পুরুয়ের তাজা প্রাণ । আহত হয় ৩০হাজার মানুষ। ক্ষতিগ্রস্থ হয় ৮৫ হাজার ঘরবাড়ি,৮৫ টি বিভিন্ন প্রতিষ্ঠান,১৭ টি মসজিদ ও ১৪ টি মšিদও ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়।এর মধ্যে শুধু কালিহাতী উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা রামপুর,কুকরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যায় ভয়াল টর্নেডো মাত্র পাঁচ মিনিট কয়েক সেকেন্ডে এ দানব কেড়ে নেয় ৭৭টি তাজা প্রান।আহত হয় ৪ শতাধিক মানুষ। পঙ্গুত্ব বরণ করে আজও বেঁচে আছে এ এলাকার অসংখ্য মানুষ। ওই টর্নেডোতে ক্ষয় ক্ষতির পরিমান দাড়িয়েছিল ১৫ কোটি টাকার উপরে।টর্নেডোর পরবর্তী সময়ে পাশ্ববর্তী এলাকার লোকজনের সহায়তায়,সেনাবাহিনীর, সরকারি বেসরকারি একাধিক মেডিকেল টিম,দেশ বিদেশের দাতা সংস্থা ও সেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহায়তায় বেঁচে যায় অনেকের প্রাণ।এর পর পরিদর্শনে আসেন তৎকালিন তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও বিচারপতি হাবিবুর রহমান,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।এর পর থেকে প্রতি বছর রামপুর,কুকরাইলবাসী ভয়াল টর্নেডো দিবস পালান করে আসছে।তারই অংশ হিসেবে গত ২৫ বছর যাবত এই দিনে (১৩ মে) টনের্ডো দিবস পালন করে আসছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো সদস্যরা । এই দিবস উপলক্ষে কালিহাতী উপজেলার রামপুর খামারবাড়িতে প্রতি বছর কোরআনখানি,মিলাদ মাহফিল ও স্মরন সভার আয়োজন করে থাকেন।এবারও তার ব্যতিক্রম হয়নি। ভয়াল এই টি আজও ভুলতে পারেনি টাঙ্গাইলবাসী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments