বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে মুক্তিযুদ্ধকালিন অধিনায়ক মির্জা আব্দুল বাকী’র মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে মুক্তিযুদ্ধকালিন অধিনায়ক মির্জা আব্দুল বাকী’র মৃত্যুবার্ষিকী পালিত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মুক্তিযুদ্ধকালীন থানা মুক্তিযোদ্ধা কমান্ডের অধিনায়ক, স্বাধীনতা-পরবর্তী থানা প্রশাসক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাক্#ী৩৯;র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও শাহজাদপুর প্রেস ক্লাব যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রয়াত মুক্তিযোদ্ধার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল। এদিন সকাল ৯ টায় শাহজাদপুর প্রেস ক্লাব ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল ও শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। সভায় প্রয়াত মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকী’র কর্মময় জীবনের উপর স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফি, সাংবাদিক আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আবুল কাসেম মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে মির্জা শহীদ ফরহাদ রাজু ও মেয়ে মির্জা বিলকিস পারভীন সুমি প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments