বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাপুলিশ সুপার ও পাঁচবিবি থানা ওসির সহযোগিতায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো রায়গ্রাম...

পুলিশ সুপার ও পাঁচবিবি থানা ওসির সহযোগিতায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো রায়গ্রাম বাসীরা

প্রদীপ অধিকারী: পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের রাইগ্রামে প্রভাবশালী এক ব্যক্তির কারনে ১ বছর ধরে জলাবদ্ধতার মধ্যে ডুবে ছিলো গ্রাম বাসীরা। কোথাও অভিযোগ দিয়ে পানিবন্দী দশা থেকে মুক্তি মেলেনি তাদের। পরে বাংলাদেশ পুলিশের একটি ফেসবুক পেজের ইনবক্সে সহায়তা চাওয়ার ৫ দিনের মধ্যেই জলাবদ্ধতা নিরসন করা হয়। শুক্রবার রাতে সাংবাদিক বৃন্দদেরকে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুঞা এ তথ্য জানান। পুলিশ সুপার আরো জানান, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেইজ এর ইনবক্সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাইগ্রামের এক বাসিন্দা গত ১৫ মে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি উল্লেখ করেন যে, “এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির স্বেচ্ছাচার নির্মাণ কাজের কারনে গ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে গ্রামে ব্যাপক জলা বদ্ধতা সৃষ্টি হয়েছে গ্রামের মানুষের চলা-ফেরা বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ১ বছর যাবত গ্রামের মানুষ এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। নানা ভাবে চেষ্টা করেও তারা এর কোনো সঠিক সমাধান পাননি। তাই গ্রামবাসীর পক্ষ থেকে তিনি পুলিশের সহযোগিতা চেয়ে বার্তা পাঠান।” এই বার্তাটি পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর পক্ষ থেকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেবকে অভিযোগের সত্যতা ও সঠিক যাচাইয়ের জন্য নির্দেশনা দেয়া হয়। পাঁচবিবির থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম রাইগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে বার্তায় সঠিক তথ্যের সত্যতা পান। মিডিয়া উইং এর পরামর্শে এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টিতে আনেন ওসি পলাশ চন্দ্র দেব। পরবর্তীতে জন প্রতিনিধি ও গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে এবং গ্রামের মানুষের অংশ গ্রহণে জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৫০ ফুট লম্বা ড্রেইন তৈরি করা হয়। এর ফলে অত্যন্ত শান্তি পূর্ণ ভাবে সমস্যাটির সমাধান করা হয়। পাঁচ‌বি‌বি থানার ওসির নেতৃত্বে সমস্যা‌ টি মাত্র ৫ দিনের মধ্যে সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর জয়পুরহাট। সমস্যার সামাধান পেয়ে গ্রামবাসীর পক্ষ থেকে ওই বার্তা প্রেরক ধন্যবাদ জানিয়ে আবার একটি বার্তা পাঠান। তিনি বার্তায় উল্লেখ লেখেন আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ আপনাদের প্রশাসন এসে আমাদের গ্রামবাসীর জন্য পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের এমন সৎ সাহসী নেতৃত্ব পদক্ষেপের কারনে দীর্ঘ ১ বছরের পানি নিষ্কাশনজনিত কষ্ট ও কঠোর দ্বন্দ সংঘাতের ভোগান্তি দূর হয়েছে আজকের এই দিনটিতে, গ্রামের অসংখ্য মানুষের রাস্তা চলাচল ও জলাবদ্ধ জীবন থেকে মুক্তির আশা মিললো আর আপনাদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো। আজকে সবাই ঈদের আনন্দের মতো আনন্দিত হয়েছে গ্রামবাসী। আর বাংলাদেশ পুলিশ প্রশাসনই পারে অসহায় মানুষের বন্ধু হয়ে দেশ ও জাতির পাশে দাঁড়াতে। এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেবকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন যে, আওলাই ইউনিয়নের রায়গ্রামে দীর্ঘদিন ধরে চলতে থাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো রায়গ্রাম বাসীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments