শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে ভোটের হাওয়া

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে ভোটের হাওয়া

আরিফুর রহমান: মাদারীপুরে শিবচরের ১৩টি ইউনিয়ন পরিষদে আগামী ২১শে জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এসব এলাকায় ভোটের হাওয়া শুরু হয়েছে। এসব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীতাও এবার উন্মুক্ত। এছাড়া নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপিসহ অন্য দলের প্রার্থীরাও। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মাদারীপুরে শিবচরের ১৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ করা হবে ২১শে জুন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। তাদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোট উৎসবে সামিল হতে পেরে খুশি ভোটাররা।

এদিকে, শিবচরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা উম্মুক্ত করা হয়েছে।

নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন বিএনপিসহ অন্য দলের নেতারা। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যপারে আশা প্রকাশ করেন তারা।

এদিকে, নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি মাঠে রয়েছে ৪ জন ম্যাজিস্ট্রেট।

শিবচরের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, সদস্য পদে ৪১০জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments