শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে জ্যামিতিক হারে বাড়ছে করোনা সংক্রমন

মুলাদীতে জ্যামিতিক হারে বাড়ছে করোনা সংক্রমন

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে গত দুই দিনে ৪০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা জুন মাসের ২৭ দিনের চেয়েও ৬জন বেশি।

জানাগেছে গত সোমবার ১৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জন এবং মঙলবার ২৩ জনের নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়। জুন মাসের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১১জন আর গেল দুই দিনেই শনাক্ত হলো ১৭ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, গত দুই দিনে ৪০ জনের নমুনা পরীক্ষায় ১৭জনের করোনা শনাক্তের বিষয়টি উদ্বেগজনক। সাধারণ মানুষের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষায় সংক্রমন বাড়ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments