বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারুপগঞ্জে অগ্নিকান্ডে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

রুপগঞ্জে অগ্নিকান্ডে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

শফিকুল ইসলাম: নারায়নগঞ্জের রুপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে শ্রমিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

এসময় নিখোঁজ শ্রমিকদের সঠিক সংখ্যা প্রকাশসহ সেজান জুস ফ্যাক্টরির মালিকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। রবিবার শহরের চিনিকল সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন সমাবেশ করে বাম জোটের নেতা কর্মীরা। এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এম এ রশিদ, বাসদ জেলা আহ্ধসঢ়;বায়ক ওয়াজেদ পারভেজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আহ্ধসঢ়;বায়ক মাহমুদুল করিম, সিপিবি জেলা সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান বদি প্রমুখ। বক্তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং অগ্নিকান্ডে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে সারাজীবনের আয়ের সমান অর্থ ক্ষতিপূরন হিসেবে দিতে হবে। এছাড়াও আহত শ্রমিকদের সু চিকিৎসার ব্যাবস্থা করাসহ তারা সম্পূর্ন সুস্থ না হওয়া পর্যন্ত তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments