বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকোম্পানীগঞ্জে আ.লীগের দুই নেতা ১৭ মামলায় কারাগারে

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই নেতা ১৭ মামলায় কারাগারে

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালী জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউনিয়ন আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান আরিফ (৫০) চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। সে কাদের মির্জার প্রতিপক্ষ হিসেবে পরিচিত এবং একই ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে, নিজাম উদ্দিন বাদল (৪২) কাদের মির্জা ঘোষিত চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বিজয়নগর এলাকার মৃত আব্দুল রেজ্জাকের ছেলে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চরজব্বর উপজেরার চরবাটা গ্রামের সাহেবের বোনের বাড়িতে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয় নগর এলাকা থেকে আ.লীগ নেতা বাদলকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো.রবিউল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাদলের বিরুদ্ধে ৯- আরিফের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments