বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে হত্যা মামলার আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর

মুলাদীতে হত্যা মামলার আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে হত্যা মামলার আসামীর তিন দিনের রিমা- মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বরিশাল ম্যাজিষ্ট্রেট আদালত আসামী কাশেম খান ওরফে করাত কাশেমের রিমান্ড মঞ্জুর করেন।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) কাইউম বিষয়টি নিশ্চিত করেছেন। কাশেম খান হিজলা উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের ওয়েজউদ্দীন ওরফে শহীদ খানের ছেলে। তাঁর বিরুদ্ধে হিজলার নূরু বাবুর্চি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে চরপত্তনীভাঙা এলাকার হাজারী বাড়ি এলাকা থেকে কাশেম খানকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমা-ের আবেদন জানায়। আদালত তিনদিনের রিমা- মঞ্জুর করেন। নিহত নুরু বাবুর্চির স্ত্রী খাদিজা বেগম জানান, জমাজমি আত্মসাৎ করতে তার ভাসুর (স্বামীর বড় ভাই) দুলাল বাবুর্চি ভাড়াটে খুনি দিয়ে তাঁর স্বামীকে হত্যা করিয়েছে। গত ১০আগস্ট রাতে তিনি দুলাল বাবুর্চি, কাশেম খানসহ ১৪জনকে আসামী করে মামলা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments