বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর সীমান্তে বারকী নৌকাসহ ভারতীয় কয়লা ও পাথর আটক

তাহিরপুর সীমান্তে বারকী নৌকাসহ ভারতীয় কয়লা ও পাথর আটক

আহাম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে অবৈধভাবে আমদানির দায় পৃথক তিনটি অভিযানে বারকী নৌকাসহ ভারতীয় কয়লা ও পাথর আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি অধীনস্থ বিওপির টহল দল।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল,মঙ্গলবার (২০সেপ্টেম্বর)গভীর রাতে সীমান্ত পিলার ১২০৩এর নিকট হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় পাথর উত্তোলনের দায়ে,উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২০ঘনফুট ভারতীয় পাথরসহ ০৪টি বারকী নৌকা আটক করে।
এছাড়াও লাউরগড় বিওপির টহল দল একই দিনে গভীর রাতে অন্য একটি পৃথক অভিযানে সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার একই ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২৫০ঘনফুট ভারতীয় পাথর আটক করে।

অন্যদিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে গভীর রাতে সীমান্ত পিলার ১১৯৯/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশ অভ্যন্তরে, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধভাবে ভারতীয় কয়লা উত্তোলনের দায়ে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ভুরুংগাছড়া নামক স্থান হতে ২৫০কেজি ভারতীয় কয়লা সহ ১টি বারকী নৌকা আটক করে।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি অধিনায়ক তসলিম এহসান জানান আটককৃত কয়লা,পাথর ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments