শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জনকে অর্থদন্ড

ভূঞাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জনকে অর্থদন্ড

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জাল ব্যবসায়ীকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল হাটে অভিযান চালিয়ে তাদেরকে অর্থদন্ড ও জব্ধ করা ২৫ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী। দন্ডপ্রাপ্তরা হলেন কালিহাতী উপজেলার যদুরপাড়া গ্রামের ইসরাইলে ছেলে জহুর উদ্দিন, একই উপজেলার দুলকান গ্রামের রুপচাঁন মিয়ার ছেলে হাসেন মিয়া ও ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের আব্বাছ উদ্দিনের ছেলে টুটুল। উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভূঞাপুর উপজেলা মৎস্য অফিস কর্তৃক যমুনায় ইলিশ ধরা বন্ধে কোন প্রকার উদ্যোগ নেয়ার খবর পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments