মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছায় প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ

পীরগাছায় প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ

ফজলুর রহমান: পীরগাছায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় প্রকল্পের কাজ না করে মোটা অংকের টাকা উত্তোলন সাপেক্ষে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প চেয়ারম্যান ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলীর বিরুদ্ধে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কৈকুড়ি ইউনিয়নের গ্রামীণ রাস্তা উন্নয়ণের জন্য ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুদু মিয়া কৈকুড়ি বাজার ঈদগাহ মাঠ হতে মধ্যপাড়া মিয়াজি বাড়ি পর্যন্ত ৬৪,৮০০ ঘনফুট মাটি কাটার কথা ছিল। এই প্রকল্পে ৫৪ জন শ্রমিক ৪০ দিনের কাজের বিপরীতে বরাদ্ধ ছিল ৪ লক্ষ ৩২ হাজার টাকা। এছাড়া শ্রমিক সর্দারের ভাতা ২ হাজার টাকা নির্ধারিত ছিল। একই রাস্তায় ইউড্রেন বাবদ ৮৭ হাজার ৫শত টাকা বরাদ্ধ দেয়া হয়। ওই রাস্তায় নামমাত্র একটি ইউড্রেন নির্মাণ করা হলেও রাস্তা মেরামতে এক ঘনফুট মাটি কাটা হয়নি। স্থানীয় ওয়ালিদ তালুকদার, আব্দুস সালাম ও মুন্নু মিয়া বলেন কৈকুড়ী বাজার ঈদগাহ মাঠ হতে মধ্যপাড়া মিয়াজি বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত না করে প্রকল্পের চেয়ারম্যান দুদু মেম্বার, তদারকি কর্মকর্তা শাহিনুর আলম, প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্পের বিপরীতে বরাদ্দপ্রাপ্ত সমুদ্বয় টাকা উত্তোলন সাপেক্ষে ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন। ওই প্রকল্পের চেয়ারম্যান কৈকুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুদু মিয়া এর সাথে কথা হলে তিনি জানান, যে দালালরা আপনাকে বলছে তাকে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট যান। তাকে জিজ্ঞাসা করেন। আমি কাজ না করলে আমাকে বিল দিল কিভাবে। তদারকি কর্মকর্তা ও সহকারি শিক্ষা অফিসার শাহিনুর আলম বলেন, প্রকল্প পরিদর্শন সাপেক্ষে প্রত্যয়ন দেয়ার কথা থাকলেও এই প্রকল্পটি পরিদর্শন করতে পারিনি। তবে প্রকল্প বাস্তবায়নে মূল দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, গত অর্থ বছরে আমার প্রায় ৫ শতাধিক প্রকল্প ছিল। আমার পর্যাপ্ত জনবল না থাকায় প্রতিটি প্রকল্প দেখে বিল দেয়া সম্ভব নয়। দায়িত্বপ্রাপ্ত অফিসারদের দেয়া প্রত্যয়নের উপর নির্ভর করে প্রকল্পের বিল দিতে হয়। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কোন দিনও কোন প্রকল্প পরিদর্শনে যান না। অথচ প্রত্যয়নপত্র দেন। বাধ্য হয়ে আমাদের কে বিল দিতে হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments