মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে ৩ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টীম ও কোস্টগার্ড সদস্যরা।

আটককৃত দালালরা হলো,ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮ নং ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯) ও গুরা মিয়ার ছেলে রেদোয়ান (১৮) একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নজুমুল হাসান (২১)।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১০মিনিটের দিকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮নং ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, আটককৃত দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং গত ৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ ৩ রোহিঙ্গা দালাল জড়িত ছিলো বলে জানা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments