বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দিয়েছে আল রাজী স্কুল। গতকাল বুধবার বেলা ১১টায় আল রাজী ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে এই সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জন ডা. কে. এম জাহিদুল ইসলাম, মুলাদী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মাদ হোসেন দুলাল, মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন আহমদ, মো. ইকবাল হোসেন সিকদার, বিদ্যালয়ের পরিচালক মো. ইব্রাহীম হোসেন খান, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভুইয়া কামাল প্রমুখ। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ২০১৯ সালে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৯ জন এবং কি-ারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।