শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

আবুল কালাম আজাদ: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটে তৈরি হয়েছ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পন্যবাহী ট্রাকের চালক-সহকারিরা।

গতকাল বৃহঃস্পতিবার ভোর থেকে সড়কের উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট বেড়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে উপজেলার এলেঙ্গা হয়ে সদর উপজেলার কান্দিলা বাজার পর্যন্ত প্রায় টাঙ্গাইল অংশে ৩৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। জানা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের সংস্কার কাজ চলমান থাকায় এ তীব্র যানজটের সৃষ্টি হয়। সেতু কর্তৃপক্ষ বলছে-পশ্চিম প্রান্তে ব্রিজ ও সড়কের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েকদিন ধরেই পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিল। ভোর রাত থেকে সেই যানজট সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা পর্যন্ত পৌঁছে

গেলে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার সম্ভব না হওয়ায় ভোর সাড়ে চারটা থেকে টোল আদায় বন্ধ রাখতে হয়। এর ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এখন টোল আদায় চলমান রয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশের নলকা সেতুর মেরামত কাজ শেষ হলে যানজট স্বাভাবিক হতে পারে। ঢাকামুখী লেনে যান চলাচল মোটামুটি স্বাভাবিক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments