শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরের পীরগাছা ও পীরগঞ্জের ১৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ৯০ জন

রংপুরের পীরগাছা ও পীরগঞ্জের ১৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ৯০ জন

জয়নাল আবেদীন: রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল ছিলো এ দুই উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল।

এ দিন বিকেল ৫টা পর্যন্ত পীরগাছার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ প্রার্থীর মধ্যে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে পীরগঞ্জের ১০ ইউনিয়নের ৪৭ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। বুধবার দুই উপজেলার ৯০ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রচার-প্রচারণা শেষে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে বলেন, পীরগাছা উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আটজন। এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তিনজন, জাতীয় পার্টির চারজন, ইসলামি আন্দোলনের ছয়জন, বাংলাদেশ কংগ্রেসের তিনজন এবং স্বতন্ত্র হিসেবে ১৯ জন রয়েছেন।পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১০ জন, জাতীয় পার্টির তিনজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৯ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুজন, জাকের পার্টির চারজন এবং স্বতন্ত্র হিসেবে ২১ জন প্রার্থী হয়েছেন।অন্যদিকে পীরগাছা উপজেলার আট ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৩৬ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া পীরগঞ্জের দশ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪২২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৩৬ জন লড়বেন। দুই উপজেলায় ৯০ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ১০৬ জন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। তবে এ দুই উপজেলায় বিএনপি সমর্থিত কোনো চেয়ারম্যান প্রার্থী নেই। ১৭ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সেদিন পীরগাছা ও পীরগঞ্জে ১ হাজার ১শ৭৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছিল। মনোনয়নপত্র বাছাই শেষ হয় ২০ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments