বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীতে তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

নোয়াখালীতে তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালী জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ম্যাজিস্ট্রেটরা হলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) সৈকত রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে (নেজারত) মো. মাসুদুর রহমান।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৭ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯১৮ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments