শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলা৭ই নভেম্বর সৈনিক হত্যা দিবস ও খুনি মোশতাক ও জিয়ার ‘মরণোত্তর বিচার’...

৭ই নভেম্বর সৈনিক হত্যা দিবস ও খুনি মোশতাক ও জিয়ার ‘মরণোত্তর বিচার’ দাবি

বাংলাদেশ প্রতিবেদক: আজ ৮ নভেম্বর ২০২১ সোমবার জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “৭ই নভেম্বর সৈনিক হত্যা দিবস ও খুনি মোশতাক ও জিয়ার মরণোত্তর বিচারের দাবিতে মানববন্ধন” কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান মিজু বলেন, “১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা স্বপক্ষের সৈনিকদের খুনি মোশতাক ও জিয়া পরিকল্পিতভাবে সামরিক কর্মকর্তাসহ সৈনিকদের হত্যা করে। এ দায়ের তাদের মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান, যুগ্ম মহাসচিব সি.এম মানিক, জাতীয় স্বাধীনতা পার্টির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সুভাষ গুহ, ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments