শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবন্দুকযুদ্ধে স্বামী নিহত, ক্রিস্টার আইস-ইয়াবাসহ স্ত্রী আটক

বন্দুকযুদ্ধে স্বামী নিহত, ক্রিস্টার আইস-ইয়াবাসহ স্ত্রী আটক

বাংলাদেশ প্রতিবেদক: স্বামী আব্দুল মালেক ওরফে মালেক মিস্ত্রি পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হন ২০১৯ সাল। এরমধ্যে স্বামীর একই পথ ধরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নেন স্ত্রী গুল ফরাজ (৩৫)। তার বসতবাড়িতে মজুদ করা ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা একটি চালানসহ তাকে আটক করা হয়েছে।

যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে পুলিশের দাবি। গুল ফরাজ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে।

রোববার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া গ্রামের আব্দুল মালেক ওরফে মালেক মিস্ত্রির বসতবাড়িতে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ গুল ফরাজকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান। তিনি বলেন, স্বামী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক তালিকাভুক্ত একজন ইয়াবা কারবারি ছিলেন। তার বিরুদ্ধে রামু ও টেকনাফ থানায় ৬টি অস্ত্র ও মাদক মামলা ছিল। এরমধ্যে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবার একটি বড় চালান মজুদের তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল আমার নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামে অভিযান চালানো হয়। বসতবাড়ি থেকে এক কেজি আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন নারীকে আটক করতে সক্ষম হলেও আরো দুজন পুরুষ পালিয়ে যান। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। সোমবার দুপুরের দিকে আসামিকে কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসামির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, তার স্বামীর মৃত্যুর যাওয়ার পর থেকে স্বামীর একই পথ ধরে সেও মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

তিনি আরো বলেন, গত কয়েক মাসে পুলিশ অভিযান চালিয়ে তিন কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments