মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে মদ্রাসার সীমানা প্রাচীর ভাংচুর

রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে মদ্রাসার সীমানা প্রাচীর ভাংচুর

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর শহরের লেংড়াবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধাঁরে মাদরাসার সীমানা প্রাচির ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে (১৬ নভেম্বর) বিচারের দাবিতে মাদরাসার সভাপতি রফিকুল ইসলাম রতন বাদি হয়ে একই এলাকার কামাল মুন্সির বিরুদ্ধ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ।

লিখিত অভিযোগ জানাযায়, ১৯৭৬ সালে পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রামের লেংড়াবাজার এলাকায় মাদরাসাই তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। তখন কোন পক্ষে বিরোধ সৃষ্টি হয়নি। মাদরাসার প্রয়োজনে সোমবার সকালে দুটি কক্ষ ও প্রাচীর নির্মান করা হয়। দীর্ঘ বছর ধরে কোন দাবি না তোলে হঠাৎ স্থানীয় কামাল মুন্সি জমি দখল করার চেষ্টা চালিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর করে প্রাচীর ভেঙ্গে ফেলে। তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় কামাল মুন্সি। ঘটনার পর রফিকুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০ ফিট ইটের গাঁথুনী দেয়া সীমানা প্রাচীর সম্পুর্ণটি ভেঙ্গে দেয়া হয়েছে। এঘটনায় অভিযুক্ত কামাল মুন্সি জানান, সীমানায় আমরা জমি পাবো, তাদের বারবার বলার পরেও আমাদের জমি বুঝিয়ে দেয়নি। তাই আমরা সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি।

এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা রায়পুর থানা এস আই জাহাঙ্গির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জরিতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments