বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

আহাম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে পাথর ও কয়লা বোঝাই নৌযান থেকে বিআইডব্লিউটি এর টোল আদায়ের নামে উচ্চহারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নৌ-শ্রমিক ও মালিকরা।

শনিবার (২৭নভেম্বর)দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদী সংলগ্ন কামালপুর গ্রামের পাশে খোলা মাঠে নৌ-শ্রমিক ও মালিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ নৌযান মালবাহী সমবায় সমিতি সভাপতি শফিকুল ইসলাম,সুনামগঞ্জ নৌযান মালবাহী সমবায় সমিতির সহসভাপতি পংকজ তালুকদার,মায়ের দোয়া নৌযানের মালিক জামালগঞ্জ উপজেলার ইলিয়াস মিয়া,জাবের ওয়ান নৌযান মালিক তাহিরপুর উপজেলার সাজু মিয়া প্রমুখ।

বক্তারা জানান আমরা সাধারণ নৌযান শ্রমিক পেটের দায়ে অনেক অত্যাচার অবিচার সহ্যকরে পরিবার পরিজনের সুখের আশায় ,শ্রম দিয়ে যাচ্ছি।কিন্তু বর্তমানে যে হারে টোল আদায়ের নামে চাঁদাবাজি চলছে, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে,তাই চাঁদাবাজি বন্ধে ভুক্তভোগী নৌ-শ্রমিকদের ডাকে আজকের এই মানববন্ধন। চাঁদা আদায় বন্ধ না হলে অনির্দিষ্ট কালের জন্য নৌযান চলাচল বন্ধ থাকবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

জানাযায় মানববন্ধন চলাকালে পাটলাই নদী দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন টেকেরঘাট যাওয়ার পথে নৌ-শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে,শ্রমিকদের যাবতীয় তথ্য প্রমাণ সহ আদালতের আদেশ দেখে বিআইডব্লিউটি এর টোল আদায় বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন,এবং সাথে সাথে ইউনিয়ন ভূমি সহকারী তহশিলদার রুহুল আমিন কে নির্দেশ প্রদান করেন, বিআইডব্লিউটির দায়িত্বে থাকা ব্যক্তিদের টোল আদায় বন্ধ রাখার জন্য।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, জেলা প্রশাসক মহোদয় আদালতের আদেশ পাওয়া মাত্রই ইউনিয়ন ভূমি সহকারী (তশীলদার) রুহুল আমিন কে নির্দেশ দিয়েছেন সরজমিনে গিয়ে বিআইডব্লিউটিএ টোল আদায় বন্ধ করার জন্য ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments