শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুর কর অঞ্চলে ২৯ দিনে ৮৫ হাজার করদাতার রিটার্ন দাখিল, অর্জিত হয়েছে...

রংপুর কর অঞ্চলে ২৯ দিনে ৮৫ হাজার করদাতার রিটার্ন দাখিল, অর্জিত হয়েছে ২৮ কোটি টাকা

জয়নাল আবেদীন: ‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দিব’এই শ্লোগানে বিভাগীয় নগরি রংপুরে মাসব্যাপি আয়কর মেলা মঙ্গলবার শেষ হয়েছে । মেলায় কর অঞ্চল রংপুরে ২৯ দিনে ৮৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। যা গত বছর ছিল ৭৮ হাজার।

আয়কর রিটার্ন দাখিলে ২৯ দিনে ২৮ কোটি টাকা অর্জিত হয়েছে। গত বছর একই সময়ে অর্জিত অর্থের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।মঙ্গলবার সকালে রংপুর কর ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন এ কথা বলেন। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সমাপনী দিন মঙ্গলবার।

জাতীয় আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল রংপুর অনুষ্ঠানের আয়োজন করে। কর কমিশনার আরো বলেন, তাঁর লক্ষ্য অনুযায়ী আজ শেষ দিনে আরও ১৪ কোটি টাকা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার প্রভাব কাটিয়ে এ বছর করদাতাদের উৎসবমুখর উপস্থিতি দেখা গেছে। প্রতি বছরের ন্যায় এবারও রংপুর কর অঞ্চলের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম খান।

আরও উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) সৈয়দ নূরুল হুদা, উপ-কর কমিশনার (প্রায়োগিক) রাউফুর রহমান, সার্কেল-৩ রংপুরের উপ-কর কমিশনার কর্নেলিউস কামা, সার্কেল-১৩ (বৈতনিক) এর উপ-কর কমিশনার তাজ মোহাম্মাদ তরফদার সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন এবং মামুন ইসলাম।এর আগে সকালে কর ভবন চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় আয়কর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি র‌্যালি কর ভবনের প্রধানফটক পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন কর কমিশনার ও অন্য কর্মকর্তারা।এদিকে সমাপনী দিনভর কর ভবন চত্বরে নানা পেশার করদাতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করছেন করদাতারা। সরাসরি রিটার্ন দাখিলের পাশাপাশি অনেক করদাতাকে অনলাইনেও রিটার্ন দাখিল করতে দেখা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments