বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলানতুন বছরের প্রথম দিনে নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা বই উৎসবে মেতে...

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠার দিন গুনছে

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ে ৭০ ভাগ এবং প্রাথমিক স্তরে শত ভাগ বই পৌঁছে গেছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠার দিন গুনছে। ২০২২ সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ৩৩ লাখ ৫৫ হাজার ৩’শ ৮৬ টি নতুন বই বিতরণ করা হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিলো ১৬ লাখ ৫২ হাজার ৮৪০টি। ২৩ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৬১ ভাগ।

অন্যদিকে, দাখিলে চাহিদা ছিলো ৪ লাখ ৪১ হাজার ৭৫ টি, বই এসেছে ৬৪ ভাগ এবং এবতেদায়ীতে বইয়ের চাহিদা ছিলো ২ লাখ ৫ হাজার, বই পুরোটায় এসেছে। এছাড়া, এসএসসি ভোকেশনালে ৩০ হাজার ৬০০ টি বইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে পুরোটায় এবং দাখিল ভোকেশনাল এ ৯’শ ১০টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ৭৭০ টি, ট্রেডে ১২ হাজার ৬৪৮ টি বিপরীতে বই এসেছে পুরোটায়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ জানান, এখনো বই বাকি রয়েছে।

তবে, বাকি বই চলে আসবে। সেই সাথে বিদ্যালয়গুলোতে বই পাঠানো শেষ পর্যায়ে রয়েছে। এবারও বছরের প্রথম দিনে বই উৎসবের আয়োজন নেই, তবে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয়ে তাদের হাতে নতুন বই তুলে দেয়া হবে । জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর ও নৃগোষ্ঠির বইয়ের চাহিদা ছিল ১০ লাখ ১২ হাজার ৫৬৩ টি।

এখন পর্যন্ত বই এসেছে ৭৪ ভাগ। এর মধ্যে শিবগঞ্জে ৩ লাখ ৮৩ হাজার ৪০০ বইয়ের বিপরীতে বই এসেছে ১ লাখ ১২ হাজার ৭৫০ টি, চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ লাখ ৯৭ হাজার ৯০০ বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৪৫০টি, গোমস্তাপুরে ১ লাখ ৫৩ হাজার ৩০ টি বইয়ের বিপরীতে এসেছে ১ লাখ ১২ হাজার ৭৫০টি, নাচোলে ১ লাখ ৯হাজার ২০টি বইয়ের বিপরীতে এসেছে ৮১ হাজার ৮০৫ টি ও ভোলাহাটে ৬৬ হাজার ৯’শ চাহিদার বিপরীতে ৪৯ হাজার ৮০০ টি বই এসেছে। এছাড়া, নৃ-গোষ্ঠি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ১ম থেকে ৫ম শ্রেণীর বই ১ হাজার ৫৮৫ টি এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ৬২৮টি বইয়ের বিপরীতে পুরো বই এসেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলার ৭’শ ৫ টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পৌঁছে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments