বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

জি.এম.মিন্টু: যশোরের কেশবপুরে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নুতন মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে বহিরাগতরা জাল ভোট দেয়ার ঘটনায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার নিখিল চঁন্দ্র দাশ ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৪ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন ও স্বতন্ত্র (বিএনপি) ২ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিসার মোঃ বজলুর রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানাগেছে, ৫ই জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউনিয়নের নুতন মূলগ্রাম ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছে।

১ নং ত্রিমোহিনী ইউনিয়নে (আনারস প্রতীকের) আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আনিছুর রহমান (আনারস) প্রতিক ৩হাজার ৩শত পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর আলম খান সুজন(মটর সাইকেল প্রতিক) ২ হাজার পাঁচশত ছাব্বিশ ভোট পেয়েছে ও আওয়ামীলীগের নৌকা প্রার্থী শেখ ওহিদুজ্জামান ১ হাজার একশত চুুয়াত্তর ভোট পেয়েছে।

২ নং সাগরদাঁড়ী ইউনিয়নে চশমা প্রতীক আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ৯ হাজার ছয়শত ঊননব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রার্থী শাহদৎ হোসেন(আনারস) ৭ হাজার পাঁচশত পনের ভোট পেয়েছে ও নৌকার প্রার্থী মোঃ অলিয়ার রহমান ৫ শত ছয় ভোট পেয়েছে।

৩ নং মজিদপুর ইউনিয়নে আনারস প্রতীকের (বিএনপি সমর্থিত) চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) হুমায়ুন কবির পলাশ ১০ হাজার সাইত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী মনোজ কুমার তরফদার ৪ হাজার তিনশত বাষট্টি ভোট পেয়েছে।

৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আমজাদ হোসেন ৪ হাজার আটশত আটানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছে তাঁর নিকটতম বিএনপি সমর্থিত কে এম খলিলুর রহমান(মটর সাইকেল প্রতিক) ৩ হাজার তিনশত ছিয়াআশি ও নৌকার প্রার্থী মোঃ সামছুর রহমান ২ হাজার চারশত উনত্রিশ ভোট পেয়েছে।

৫ নং মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস ৭ হাজার আটশত দুই ভোট পেয়ে বিজয়ী হয়েছে তাঁর নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৫ হাজার পাঁচশত একান্ন ভোট পেয়েছে।

৭ নং পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ১১ হাজার ছয়শত একষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি (বিএনপি সমর্থিত) মকবুল হোসেন মুকুল ২ হাজার তিনশত চুরানব্বই ভোট(আনারস) পেয়েছে।

৮নং সুফলাকাটি ইউনিয়নে চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (সাবেক চেয়ারম্যান) এস এম মুনজুর রহমান ৭হাজার ছয়শত চুয়াল্লিশ ভোট বিজয়ী হয়েছেন তাঁর প্রতিদ্বন্দি প্রার্থী গোলাম কিবরিয়া মনি নৌকা প্রতিকের ৩ হাজার নয়শত ঊনষাট ভোট পেয়েছে।

৯ নং গৌরীঘোনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) এস এম হাবিবুর রহমান হাবিব ৬ হাজার সাতশত চুয়াত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম (বিএনপি সমার্থিত) শেখ রুবেল হাসনাত পাশা(নৌকা প্রতিক) ৩ হাজার নয়শত আটাআশি ভোট পেয়েছে।

১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীকের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বাবু ৪ হাজার সাতশত ঊনসত্তুর ভোট পেয়ে বিজয়ী হয়েছে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী মোছাঃ শামসুর নাহার বেগম ৪ হাজার দুইশত সাতান্ন ভোট পেয়েছে।

১১ নং হাসানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুজ্জামান ৫ হাজার ছয়শয় পঞ্চন্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম বিএনপি সমর্থিত মাহাবুবর রহমান(আনারস) ২ হাজার চারশত চৌষট্টি ভোট পেয়েছে।

উল্লেখিত, কেশবপুর সদর ৬নং ইউনিয়নের (নুতন মূলগ্রাম) ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন নৌকার প্রার্থীদের পরাজয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, দলে একাধিক বিদ্রোহী প্রার্থীর কারণে এ ভরাডুবি। আমি যথেষ্ঠ চেষ্টা করেছি সকলকে এক হয়ে নৌকার পিছনে কাজ করার জন্য। কিন্তু তাঁরা আমার কথা না রেখে নিজ নিজ অবস্থানে থেকে তাদের নির্বাচন করেছেন এবং সেই কারণে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments