বাবুল আকতার: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় দোলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত দেলোয়ার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘীর হাট-নিতপুর সড়কের মিরাপাড়া গ্রামের অদুরে এ মর্মান্তিক এই দুর্ঘটাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে ওই দিন সকালে উক্ত স্থানে একটি মোটর সাইকেল ও ভ্যানের সাথে সংঘর্ষ বাধলে মোটর সাইকেল চালক দেলোয়ার এবং দুলাল (৩০)নামের ভ্যানের এক যাত্রী গুরত্বর আহত হয়।
স্থানীয় লোকজন বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে আসলে মোটর সাইকেল চালক দেলোয়ারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১টার দিকে পথেই আহত দেলোয়ারের মৃত্যু হয়। আহত ভ্যান যাত্রী দুলাল কলমুডাঙ্গা গ্রামের হকবুল এর ছেলে বলে জানা গেছে।