বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ২০ একর ইরি আবাদ নিয়ে অনিশ্চয়তায় কৃষক

টাঙ্গাইলে ২০ একর ইরি আবাদ নিয়ে অনিশ্চয়তায় কৃষক

আবুল কালাম আজাদ: টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুরের বড়শিলা মৌজার একটি ক্ষুদ্র সেচ প্রকল্পের অধীনে প্রায় ২০ একর জমির ইরি আবাদ অনিশ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন ওই ইরি স্কীমের কৃষকরা।

বৈধ অগভীর নলকূপ স্কীমের আওতায় অবৈধভাবে অপর একটি অগভীর নলকূপ স্থাপনের কারনে এসমস্যার সৃষ্টি হয়েছে।অবৈধভাবে স্থাপিত ওই অগভীর নলকূপ উচ্ছেদের জন্য গত ১৮ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ও সভাপতি উপজেলা সেচ কমিটি বরাবর একটি লিখিত আবেদন করেছেন মো. কামরুল হাসান নামে এক ব্যাক্তি। ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বি এ ডি সির সহকারি উপ পরিচালক আশিক জামানকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা।

জানাগেছে, প্রায় ৩০ বছর পূর্বে বড়শিলা মৌজার জনৈক মৃত দেলোয়ার হোসেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র আওতায় প্রায় ২০ একর জমিতে কৃষি সেচের জন্য বি এ ডি সির অনুমোদন নিয়ে একটি অগভীর নলকূপ স্থা পন করেন। তিনি দীর্ঘদিন যাবত তার ইরিস্কীমে সুচারুরূপে সেচ প্রদান করে আসছেন। সম্প্রতি দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তার ছেলে মো. কামরুল হাসান বিএডিসি থেকে ক্ষুদ্র সেচ প্রকল্পের লাইসেন্স নবায়ন করে সেচ প্রকল্প চালিয়ে আসছেন। ইতোমধ্যে,একই গ্রামের মৃত আবু সায়েদের ছেলে মিয়াচান একই মৌজায় পূর্ববর্তী স্কীমে স্থাপিত অগভীর নলকূপের ৩০ গজের মধ্যে আরেকটি নলকূপ স্থাপন করে। ওই নলকূপ স্থাপনকে কেন্দ্র করে ওই এলাকার প্রায় ২০ একর কৃষি জমির ইরি আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

স্কীমের জমির মালিক জব্বার আলী, বুলু মাতাব্বর, আমজাদ হোসেন,মোহাম্মদ আলী জানান,গত ৩০ বছর যাবত আমাদের স্কীমে কামরুলের বাবার অগভীর নলকূপের মাধ্যমে সেচ গ্রহণ করে আমাদের ইরি জমি আবাদ করছি। সম্প্রতি চান মিয়া অবৈধভাবে আরেকটি অগভীর নলকূপ স্থাপন করায় কামরুল ড্রেন পরিস্কার করতে বাঁধার সম্মুখীন হয়।এতে বীজতলা ও রোপিত ইরি ক্ষেতে সেচ কার্যক্রম পরিচালনা করতে না পারায় বীজতলা ও আবাদী ইরি ক্ষেতের মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে।চলতি মৌসুমে দুইপক্ষের রেষারেষিতে ওই স্কীমে ইরি আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বি এ ডি সির সহকারি উপপরিচালক আশিক জামান,বিষয়টি এখনো আমি অবগত নই। যদি আমার কাছে কোন আবেদন আসে তবে সেচ কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments