বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলা‘যতদিন বাঁচি তোমরার লাগি দোয়া করুম বাজান!’

‘যতদিন বাঁচি তোমরার লাগি দোয়া করুম বাজান!’

বাংলাদেশ প্রতিবেদক: ফেসবুকে পোস্টের কল্যাণে হুইলচেয়ার পেয়ে আনন্দে কাঁদলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পঙ্গু বিধবা বৃদ্ধা বেগমনেছা (৭০)। চেয়ার পেয়ে আনন্দের উদ্বেল হয়ে ওঠেন তিনি।

সম্প্রতি সরকার অনুমোদিত ‘গরিবের বন্ধু’ যুব ফাউন্ডেশনের এক সদস্য পঙ্গু বেগমনেছার দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্যদের নজরে এলে তারা কয়েকজন মিলে ফাউন্ডেশনের সভাপতির কাছে তার জন্য একটি হুইল চেয়ারের টাকা পাঠান।

শুক্রবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে বেগমনেছার বাড়িতে গিয়ে তাকে হুইলচেয়ারটি বুঝিয়ে দেন ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান প্রমুখ।

উল্লেখ্য, ৮ মাস আগে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত জাহের আলীর স্ত্রী বেগমনেছা বৃষ্টির দিনে পা পিছলে কোমর ও পা ভেঙ্গে ফেলেন। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি। হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী বেগমনেছা আনন্দে কেঁদে কেঁদে বলেন, ‘চেয়ার কিনবার তপিক (তাওফীক) আমরার নাই বাবা। চেয়ার পাইয়া বহুত খুশি হইলাম। কোনোদিন ভাবি নাই আল্লাহ আমারে একটা চেয়ারের ব্যবস্থা কইরা দিব। আল্লাহ দিছে। তোমরার লাগি যতদিন বাঁচি দোয়া করুম বাজান।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments