শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাবড়পুকুরিয়ায় এমডিসহ ৬৭ কর্মকর্তা করোনা আক্রান্ত, কয়লা উত্তোলন বন্ধ

বড়পুকুরিয়ায় এমডিসহ ৬৭ কর্মকর্তা করোনা আক্রান্ত, কয়লা উত্তোলন বন্ধ

বাংলাদেশ প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা নাগরিক ও এমডিসহ ৬৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উপসর্গ রয়েছে আরো অর্ধশত কর্মকর্তার। এমন পরিস্থিতিতে বাংলাদেশী শ্রমিকদের ছুটি দিয়ে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, কয়লা খনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির এক্সএমসির ৩৬ চীনা কর্মকর্তা ও বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) এমডিসহ ৩১ বাংলাদেশী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে অর্ধশত কর্মকর্তা বাসায় রয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় খনিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ছুটি দিয়ে গত শুক্রবার থেকে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

এদিকে, খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ হওয়ায় বড়পুকুরিয়া তাপ-বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে খনির ব্যবস্থাপনা পরিচালক বলছেন তাপ-বিদ্যুতের অভ্যন্তরে এখনো দুই লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। এ কয়লা শেষ হওয়ার আগেই উত্তোলন শুরু করা যাবে।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

বড়পুকুরিয়া তাপ-বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী বলেন, তাপ-বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির একমাত্র উৎস বড়পুকুরিয়া কয়লা খনি। আগামী ২ মাসের মধ্যে খনি থেকে কয়লা উত্তোলন শুরু না হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments