শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলামাদকদ্রব্য উদ্ধারে সারাদেশে শ্রেষ্ঠ জয়পুরহাট জেলা পুলিশ

মাদকদ্রব্য উদ্ধারে সারাদেশে শ্রেষ্ঠ জয়পুরহাট জেলা পুলিশ

শফিকুল ইসলাম: মাদকদ্রব্য অভিযান ২০২০ ও ২০২১ সালে ‘গ’ গ্রুপে সারাদেশের মধ্যে জয়পুরহাট জেলা পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন ।

জয়পুরহাট পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা বলেন, জয়পুরহাট জেলা পুলিশ অপরাধ উদঘাটন, দমন, অপরাধী সনাক্তকরণ, মাদক উদ্ধার ইত্যাদি সংক্রান্তে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। এতে জয়পুরহাট জেলা পুলিশ মাদক দ্রব্য অভিযান ২০২০ ও ২০২১ সালে ‘গ’ গ্রুপে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। যার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ সপ্তাহ ২০২২ এ জয়পুরহাট জেলা পুলিশকে প্রশংসা পত্র ও ক্রেস্ট প্রদান করেন।

এছাড়াও বিভিন্ন তদন্ত, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আসামী গ্রেফতার ইতাদি অপারেশনাল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ বছরের জানুয়ারি মাসে জয়পুরহাট থানার এসআই (নিঃ) আব্দুর রাজ্জাক রাজশাহী রেঞ্জে ২য় স্থান অধিকার করেন এবং একই থানার এএসআই(নিঃ) রুহুল আমিন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।

মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্সপেক্টর সহ পুলিশ সদস্যরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments